শীর্ষ নায়ক আর নবাব তকমা এখন অনেকটা ফিকে হয়ে গেছে। এবার ঢালিউডের নেতা হতে চান শাকিব খান। আর নেতা হওয়ার জন্যই মনপ্রাণ ঢেলে কাজ করেছেন ‘আমি নেতা হব’ ছবিটিতে। শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছে। এখন অপেক্ষার পালা, আমজনতা বা দর্শক যদি এই নেতাকে সাদরে গ্রহণ করেন তাহলে সহজেই নেতা হওয়ার নির্বাচনে জিতে যাবেন তিনি। চলচ্চিত্র পর্যবেক্ষকদের কথায় ছবিটিতে শাকিব সত্যিই তার অভিনয় গুণে একজন নেতা হয়ে উঠেছেন। এবার দেখা যাক দর্শক কি রায় দেয়। ২০০৬ সাল থেকে ঢালিউডে শাকিবের একচ্ছত্র আধিপত্য চললেও সাম্প্রতিক সময়ে শিকারি আর নবাবের সাফল্য শাকিবকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। তিনি দাপিয়ে বেড়াচ্ছেন দুই বাংলায়। শুধু দুই বাংলা বললে কম বলা হবে। অস্ট্রেলিয়া-ব্যাংকক-মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যসহ পৃথিবীব অনেক দেশেই শাকিবের ছবিতে মাতোয়ারা এখন দর্শক। শাকিবও এখন আর কোনো দিকে না তাকিয়ে শুধুই কাজের পেছনে ছুটছেন। ঘুরে বেড়াচ্ছেন দেশ থেকে বিদেশ একের পর এক ছবির কাজ নিয়ে। ঢালিউডের এই নবাব বর্তমানে ডজনখানেক ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে বেশ কয়েকটির কাজ প্রায় শেষ হয়ে গেছে। চলুন চোখ বুলিয়ে নেওয়া যাক ঢালিউড নবাবের আগামী ছবিগুলোর দিকে।
‘চালবাজ’
চালবাজ নির্মাণ করেছে এসকে মুভিজ। ছবিটি পরিচালনা করেছেন জয়দ্বীপ মুখার্জী। তার সঙ্গে আছেন অনন্য মামুন। সিনেমার লোকেশনে রয়েছে বৈচিত্র্য। লন্ডন, ভারত, থাইল্যান্ড ও বাংলাদেশের মনোরম লোকেশনে শুট করা হয়েছে। একটি ছবি এতগুলো দেশে এর আগে শুটিং হয়নি। লোকেশনের কারণে দর্শকদের ছবিটি দেখার বাড়তি আগ্রহ থাকবে। চালবাজে রয়েছে শাকিবের সঙ্গে শুভশ্রীর মতো নন্দিত নায়িকা।
‘নোলক’
শাকিব খান ও ববি অভিনীত ‘নোলক’ সিনেমার কাজ প্রায় শেষ। ছবিটি পরিচালনা করেছেন রাশেদ রাহা। ছবিটিতে শাকিব-ববি ছাড়াও আরও দেখা যাবে ওমর সানী-মৌসুমীকে।
‘অপারেশন অগ্নিপথ’
আশিকুর রহমান পরিচালিত আলোচিত ছবি ‘অপারেশন অগ্নিপথ’র শুটিং হয়েছে অস্ট্রেলিয়ার মনোরম লোকেশনে। ‘অপারেশন অগ্নিপথ’ প্রযোজনা করছে অস্ট্রেলিয়াভিত্তিক সিনেফেক্ট মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। শাকিবের বিপরীতে এ ছবিতে আছেন ‘দ্য স্টোরি অব সামারা’ খ্যাত র্যাম্প মডেল, অভিনেত্রী শিবা আলী খান। অল্প ক’টি দৃশ্য ধারণের কাজ বাকি আছে বলে জানা যায়।
‘সুপার হিরো’
শাকিব-বুবলী জুটির নতুন ছবির নাম ‘সুপার হিরো’ ছবিটি নির্মিত হচ্ছে অ্যাকশন থ্রিলারধর্মী গল্পে। ছবির শুটিং চলছে অস্ট্রেলিয়ায়। নির্মাণ করছেন আশিকুর রহমান।
‘চিটাগাইঙ্গা পোয়া-নোয়াখাইল্যা মাইয়া’
শাকিব-বুবলী অভিনীত ও উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবিটিও রয়েছে মুক্তির অপেক্ষায়। সম্প্রতি এই ছবিটির গানের শুটিং শেষ হয়েছে থাইল্যান্ডে। এখন সেন্সরের অপেক্ষায় রয়েছে।
‘প্রিয়তমা’
হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ ছবিটি শাকিব খানের নিজস্ব প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস থেকে তৈরি করা হবে। ছবির কাজ এখনো শুরু হয়নি।এতে শাকিবের নায়িকা থাকছেন বুবলী।
‘মামলা হামলা ঝামেলা’
উত্তম আকাশের পরিচালনায় শাপলা মিডিয়ার ছবি মামলা হামলা ঝামেলা। এই ছবির কাজ এখনো শুরু হয়নি। এখানেও শাকিব খানের নায়িক বিদ্যা সিনহা মীম। আরও থাকছেন সুপ্তি।
‘মাস্ক’
বাংলাদেশের আরাধনা এন্টারপ্রাইজ ও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে। রাজীব বিশ্বাস পরিচালিত সিনেমাটিতে শাকিবের বিপরীতে রয়েছেন কলকাতার সায়ন্তিকা ও নুসরাত।
‘সিরাজ-উদ-দৌলা’
এই ছবিটি নির্মাণের এখন প্রাথমিক পর্যায়ের কাজ চলছে। রাজ চক্রবর্তীর ছবি ‘সিরাজ-উদ-দৌলা’। এটি প্রযোজনা করবে শ্রী ভেঙ্কাটেশ ফিল্মস। শাকিব খান ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করবেন।
আরও অনেক ছবির প্রস্তাব রয়েছে শাকিবের হাতে। ব্যাটে বলে মিললে এসব ছবিতে চুক্তিবদ্ধ হবেন এই শীর্ষ নায়ক। শাকিব খান ২০১০ সালে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না। ২০১২ সালে খোদার পরে মা এবং ২০১৫ সালে আরও ভালোবাসবো তোমায় ছবির জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত হন।