দীর্ঘ ৯ বছর পর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে আবারও বড় পর্দায় হাজির হয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। উত্তম আকাশ পরিচালিত তাদের জুটিবদ্ধ দ্বিতীয় ছবি ‘আমি নেতা হবো’ গতকাল শুক্রবার দেশের ১১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
এদিন, ঢাকার হলগুলো ঘুরে দর্শকদের সঙ্গে ছবিটি উপভোগ করেন ‘আমার প্রাণের প্রিয়া’ খ্যাত নায়িকা মিম। দুপুরে তিনি ঢাকার সেনা অডিটোরিয়াম হলে যান। সেখানে হলভর্তি দর্শকদের সঙ্গে ভিডিও ধারণ করে নিজের ফেসবুকে প্রকাশ করেন।
ক্যাপশনে মিম লেখেন, ‘দর্শকদের ভালোবাসায় আমি মুগ্ধ। ‘আমি নেতা হবো’ হাউসফুল সেনা অডিটোরিয়াম’।
ছবিটিতে শাকিব-মিম ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, সাদেক বাচ্চু, সেলিম খান, ডিজে সোহেল ও কাজী হায়াৎ।
প্রসঙ্গত, ২০০৯ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘আমার প্রাণের প্রিয়া' ছবিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন শাকিব-মিম।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব