ছোট তারকা, সে আবার কে? আব্রাম খান জয়! এবার মনে করতে পারছেন কি? না হলে একটু খুলেই বলি, শাকিব খান-অপু বিশ্বাসের ছেলে। যাকে টেলিভিশনের একটি সাক্ষাৎকারে মা অপু বিশ্বাস আনার পর রাতারাতি সেলিব্রেটি বনে যায়। গতকাল বুধবার তার জন্মের দুই বছর পূর্ণ হয়েছে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর সে জন্মগ্রহণ করে। অর্থাৎ আজ বৃহস্পতিবার তিন বছরে পা রেখেছে জয়।
এদিকে, জয়ের জন্মদিন উপলক্ষে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে হাজির থাকার জন্য গত ২৫ সেপ্টেম্বর এফডিসিতে অপু বিশ্বাস জয়কে সঙ্গে নিয়ে শাকিব খানকেও আমন্ত্রণ জানিয়ে এসেছেন। এদিন ছেলেকে কাছে পেয়ে খেলায় মেতে উঠেন শাকিব। কিছু সময় একসঙ্গে কাটে বাবা-ছেলের।
প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। আট বছর পর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান আব্রাম খান জয়। যদিও চলতি বছর ঢাকাই চলচ্চিত্রের এই শীর্ষ নায়ক-নায়িকার সংসারে বিচ্ছেদ ঘটে।
বিডি-প্রতিদিন/২৭ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব