শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে নাট্য নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’-এর ভোট গ্রহণ। এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪৯০ জন। প্রত্যেকেই ডিরেক্টরস গিল্ডের সদস্য। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন সূত্র জানায়, ৪৯০ ভোটের মধ্যে ভোট প্রদান হয়েছে ৪৫৬ টি।
শুক্রবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে সাড়ে ছয়টা পর্যন্ত। ভোটারদের উপস্থিতি তুলনামূলক বেশি থাকায় ভোট গ্রহণের সময় দেড় ঘণ্টা বাড়ানো হয়।
ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে এবার মোট প্রার্থী হয়েছেন ৫২ জন। মোট ভোটার সংখ্যা ৪৯০ জন। নির্বাচিত কমিটি হবে ২০ সদস্য বিশিষ্ট। যারা আগামী দুই বছর নেতৃত্ব দেবেন।
এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আমজাদ হোসেন। তার সহকারী হিসেবে মামুনুর রশীদ, এস এম মহসীন আছেন।
দ্বিবার্ষিক এই ডিরেক্টরস গিল্ড নির্বাচনে সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রখ্যাত নাট্য নির্মাতা সালাউদ্দিন লাভলু এবং সৈয়দ আওলাদ হোসেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ ও এস এ হক অলিক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে দাঁড়াচ্ছেন কামরুজ্জামান সাগর।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন