একের পর এক ফোন ৷ আর ফোনের ওপার থেকেই ভেসে আসছে অশ্রাব্য গালিগালাজ ! তবে গালিতেই শেষ নয়, সেই সঙ্গে প্রাণে মেরা ফেলার হমকিও দেওয়া হল বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্তকে।
মঙ্গলবার সকাল থেকে ফোনে নানাধরণের হুমকি পাচ্ছেন, বলিউডের ড্রামা ক্যুইন রাখি। গোটা কাণ্ড ঘিরে তোলপাড় উঠেছে বলি পাড়ায় ৷ হঠাৎ এমন কী করলেন রাখি? ঘটনাটি হল, কিছুদিন ধরেই বি-টাউনে জাঁকিয়ে বসেছে তনুশ্রী দত্ত ও নানা পাটেকর বিতর্ক ৷ প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে বলিউডের অনেকেই এই বিতর্কে সঙ্গ দিয়েছেন তনুশ্রীর ৷
অনেকে আবার তনুশ্রীর বক্তব্যকে শুধুমাত্র পাবলিসিটি স্টান্টও মনে করেন ৷ রাখি সাওয়ান্ত ঠিক এমনটাই করে বসেন ৷ তনুশ্রী দত্ত ও নানা পাটেকর বিতর্কে তনুশ্রীর সমালোচনা করেন রাখি ৷ আর সেই কারণেই একের পর এক হুমকি পাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর