রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুরে শেষকৃত্যে হাজির ছিল গোটা বলিউড। অমিতাভ বচ্চন থেকে শুরু করে আমির খান, রানি মুখার্জি, আলিয়া ভা। শেষ শ্রদ্ধা জানাতে সবাই উপস্থিত ছিলেন কাপুর ম্যানসনে। আর সেখানেই নেটিজেনদের কড়া সমালোচনার মুখে পড়েন রানি মুখার্জি, আমির খান, করণ জোহররা।
কিন্তু কেন ? জানা গেল, কৃষ্ণা রাজ কাপুরের শেষকৃত্যে হাজির হয়ে একসঙ্গে হাসাহাসি করছিলেন রানি মুখার্জি, আমির খান এবং করণ জোহর। তাদের সঙ্গে ছিলেন আয়ান মুখোপাধ্যায়, আলিয়া ভাটও। যদিও রানি মুখার্জির ভাই আয়ানের মুখ ছিল হাসিতে ভরা, কিন্তু থমথমে মুখে দাঁড়িয়ে ছিলেন আলিয়া। রানি-আমিরদের সেই ছবি দেখেই চটে যায় নেটিজেনদের একাংশ।
আমির খান, রানি মুখার্জি এবং করণ জোহররা কি কোনও পার্টিতে এসেছেন যে এইভাবে হাসতে শুরু করেছেন? ‘মিস্টার পারফেকশনিস্ট' আমির খানের থেকেও এই ব্যবহার আশা করা যায় না বলে সমালোচনার ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ বলিউডের এই তারকাদের ‘নির্লজ্জ’ বলেও কটাক্ষ করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর