এই সপ্তাহে মুক্তি পাচ্ছে রাধিকা আপ্তে অভিনীত 'আন্ধাদুন' ছবিটি। সম্প্রতি বলিউডের জনপ্রিয় এ অভিনেত্রী জানিয়েছেন, এ ছবির পর তিনি কী করবেন সেটি নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন তিনি।
২০১৮ সালটা বেশ ভালোই কেটেছে রাধিকার। অক্ষয় কুমারের সঙ্গে 'প্যাডম্যান' এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। তার অনলাইন সিরিজগুলোও সফলতা পেয়েছে। 'আন্ধাদুন' এর পর রাধিকার 'বাজার' ছবিটি মুক্তি পাবে। এতে তার বিপরীতে আছেন সাইফ আলী খান।
এত সফল হয়েও 'এর পর কী করবেন' তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন তিনি। রাধিকা বলেন, আমি চলচ্চিত্র ব্যবসায় থাকতে চাই। আমি অভিনয় করে যেতে চাই। আমি আশা করি ভালো কাজের প্রস্তাব আমার কাছে নিয়মিত আসবে। এও আশা করি যে সাফল্য পেয়েছি তা ক্ষণিকের নয়। আশা করছি, নিয়মিতই আমি অভিনয়ের সুযোগ পাব।
বিডি প্রতিদিন/ফারজানা