২০০৮ সালের ঘটনা। আর সেই সময় নানা পটেকরের বিরুদ্ধে অভিযোগ এনে হেনস্তার শিকার হয়েছিলেন তনুশ্রী দত্ত। এখনও তেমনটা হচ্ছেন! সম্প্রতি তনুশ্রীর বাড়িতে হামলা এবং হুমকি দেওয়া হয়েছে। আর এটি নিয়ে সবর বলিউড। এবার তার পাশে দাঁড়িয়েছেন এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী কাজল।
'হেলিকপ্টার ইলা' ছবির প্রচারে গিয়ে তনুশ্রীর হেনস্তা নিয়ে মুখ খুলেন কাজল। তিনি বলেন, 'তনুশ্রীর একটা কথাও মিথ্যা নয়! তনুশ্রী সব সত্যি বলছেন! আমি এর আগে আরও অনেকে এভাবে হেনস্তা হয়েছেন সেটা শুনেছি। কিন্তু কেউই বিষয়টা নিয়ে এগোননি, পুরোটাই রয়ে গেছে গুজব হয়ে।
এটুকু বলবো- আমার সঙ্গে এমন হলে বা আমার সামনে কারও সঙ্গে এমন হলে আমি অবশ্যই সরব হবো, ঠিক যেমনটা তনুশ্রী হয়েছেন!
বিডি প্রতিদিন/০৪ অক্টোবর ২০১৮/আরাফাত