গায়ক শান'কে পশ্চিমবঙ্গের পুলিশ হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন আরেক ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। একটি টুইটে বাবুল সুপ্রিয় জানান, তিনি এখন কলকাতায়। ইচ্ছা ছিল আজ (গতকাল বুধবার) বিকালে আসানসোলে গিয়ে গায়ক শান এবং কেকে (কৃষ্ণকুমার কুনাথ)-র যৌথ কনসার্ট দেখবেন। কিন্তু আচমকাই শান ফোন করে তাকে জানান, হোটেল রুমে ঢুকে কয়েকজন পুলিশ কর্মকর্তা তাকে ঘুম থেকে ডেকে তুলে হুমকি দেন। শানকে পুলিশের পক্ষ থেকে বলা হয়, যদি বাবুল সুপ্রিয় আসেন, তাহলে কনসার্টের লাইসেন্স বাতিল করা হবে। বিষয়টি নিয়ে আমি সত্যিই ক্ষুব্ধ।
পরের একটি টুইটে বাবুল বাবুল জানান, শান এবং কেকে তার ভালো বন্ধু। তাই তাদের কনসার্টে ঝামেলা হোক তিনি চাননি। আর এই জন্যই আসানসোলের কনসার্টে শেষ পর্যন্ত যানি বাবুল।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনে বাবুল জানান, আমি শুনেছি যে আসানসোলের মেয়র ও ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের অন্য নেতারা ওই শো-তে উপস্থিত হয়েছেন। যদি একজন কেন্দ্রীয় মন্ত্রী ও আসানসোলের সাংসদ হিসাবে আমার পথ আটকানো হয়, তবে তারা কীভাবে ওখানে যেতে পারে?
বিডি প্রতিদিন/ফারজানা