আজ দুপুরে ক্যাপিটাল এফ এম এর জনপ্রিয় অনুষ্ঠান ক্রিস্পি পিএমে এসেছিলেন বাংলাদেশ হেরিটেজ এন্ড ক্রাফট ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল আলিশা প্রধান।
এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ হেরিটেজ এন্ড ক্রাফট ফাউন্ডেশনের ফাউন্ডার মেম্বার আইরিন রাব্বানি ও উমায়মা জে দাউদ।
কথা বলেছেন ক্যাপিটাল এফ এম ৯৪.৮ এর আরজে অরণী ও আরশির সাথে। আগামী ৫ ও ৬ অক্টোবর বাংলাদেশ হেরিটেজ এন্ড ক্রাফট ফাউন্ডেশন আয়োজন করেছে একটি প্রদর্শনীর তাতে অংশ নিবে ২৬ দেশের কারুশিল্প।
বিস্তারিত জানতে ক্লিক করুন ক্যাপিটাল এফ এমের ফেসবুক লাইভে।
https://www.facebook.com/CapitalFM94.8/videos/265724497411078/
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন