ঢালিউডে সিনেমা নির্মাণ ও এখানকার মানুষদের নিয়ে আপত্তিকর কথা বলে ফের অবস্থান বদলেছেন টলিউডের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের ব্যবস্থাপনা পরিচালক অশোক ধানুকা। ফেসবুকে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে লিখেছেন:
আমার কিছু কথা...
আমাদের যৌথ প্রযোজনার সব ছবি লস হয়নি। বিশেষ করে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে প্রায় সবকটি প্রজেক্টই আমরা সফল। সম্প্রতি শাকিব খানের সাথে নতুন প্রজেক্ট করার চিন্তা করি। সে ৬০ লাখ রুপি পারিশ্রমিক চেয়েছিল। আমার পক্ষে এই বাজেট নিয়ে কাজ করা সম্ভব হয়নি। তাই আমি এই প্রজেক্ট থেকে সরে আসি।
শাকিব তারকা সে পারিশ্রমিক চাইতেই পারে। আগামীতে ব্যাটে বলে মিললে শাকিবকে নিয়েই আমি নতুন প্রজেক্ট করবো।
তাছাড়া বাংলাদেশে সিনেমা বানাতে এবং মুক্তি দিতে গেলে নানা বাধা আসে। এত সমস্যার মধ্যে দিয়ে আমার পক্ষে সেখানে কাজ করা সম্ভব না।
বর্তমানে কলকাতার মার্কেটে কোনো বাণিজ্যিক ছবি চলছে না। কোনো হিরোর ছবিই ব্যবসা করতে পারছে না! এখানে আর্ট ফিল্মের দর্শক রয়েছে। এই ছবিগুলো ব্যবসা করছে। তাই অনেক ভেবে চিন্তে বাংলাদেশে আপাতত প্রযোজনা করছি না।
শাকিব খান আমার ছেলের মতো। তার সাখে আমার বেশ সুসর্ম্পক। আমরা তার কাজে ভীষণ হ্যাপি...
বিডি প্রতিদিন/ফারজানা