বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি।
পরে ডাক্তারি পরীক্ষায় জানা গেছে, এই বলিউড সুন্দরী ডেঙ্গুতে আক্রান্ত। শ্রদ্ধা কাপুর এখন অভিনয় করছেন সাইনা নেহওয়ালের বায়োপিকে। এই ছবিতে প্রখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের বায়োপিকে মুখ্য চরিত্রে দেখা যাবে। ছবির শুটিং জোরকদমে শুরু হয়েছে। কিন্তু মাঝপথে হঠাৎ অসুস্থ হওয়ায় আপতত শুটিং বন্ধ রয়েছে।
জানা গেছে, শ্রদ্ধা বড় পর্দায় সাইনা হয়ে ওঠার জন্য প্রচুর ঘাম ঝরিয়েছেন। ৪০টি আলাদা ক্লাসে তিনি ব্যাডমিন্টনের প্রশিক্ষণ নিয়েছেন। এমনকি ভোর ছয়টার সময় ঘুম থেকে ওঠে শ্রদ্ধা প্রশিক্ষণ নিতে যেতেন। কিছুদিন আগে সাইনার ভূমিকায় শ্রদ্ধার প্রথম লুক প্রকাশ পেয়েছে। ভূষণ কুমার প্রযোজিত এবং অমল গুপ্তে পরিচালিত ছবিটির প্রস্তুতি অনেক আগে থাকতেই শুরু হয়েছে। শ্রদ্ধা পুরোপুরি সাইনা হয়ে ওঠার জন্য ব্যাডমিন্টনের খুঁটিনাটি শেখার ওপর জোর দিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল