বলিউডে অভিনয় জগতে প্রবেশ করা অভিনেত্রীরা একে একে মুখ খুলছেন। যৌন হেনস্থা নিয়ে তনুশ্রীর অভিযোগের পর বেশ কয়েকজন অভিনেত্রী ইতোমধ্যে নিজেদের হেনস্থা হওয়ার কথা শিকার করেছেন। এবার মুখ খুললেন অভিনেত্রী স্বপ্না পাব্বি।
তিনি জানান, একটি গান শ্যুট করার সময় তাঁকে বিকিনি পরতে দেওয়া হয়৷ যা পরে একদমই স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন না তিনি৷ আর সেকথা জানানোর পর, রীতিমতো খারাপ মন্তব্য শুনতে হয়েছিল তাঁকে। নায়িকার অভিযোগ, সেদিন বিকিনি পরার জন্য তাঁর ওপর একরকম জোর করা হয়েছিল৷ নায়িকার কথায়, এই ঘটনা একদিন, দু’দিনের নয়। তনুশ্রী দত্ত যে পরিস্থিতির সম্মুখিন হয়েছিলেন তা আমার সঙ্গে প্রায়শই ঘটে থাকে৷
এমনই কথা লিখে একটি বড়ো ইনস্টাগ্রাম পোস্ট দিয়েছেন অভিনেত্রী৷ তিনি লিখেছেন, “অভিনেত্রী হিসেবে আমাকেও তনুশ্রীর মতো বহুবার এই অভিজ্ঞতার স্বীকার হয়েছি আমি৷ আমি যখনই প্রতিবাদ করতে গিয়েছি আমার মুখ বন্ধ করিয়ে দেওয়া হয়েছে৷ আমার কথাগুলো ঘুরিয়ে পেশ করা হয়েছে৷ বলিউড ইন্ডাস্ট্রি হোক কিংবা মডেলিং, এমন অনেক মেয়েদের সঙ্গে কাজ করেছি যারা আমার হেনস্থার মুহূর্তে আমার পাশে এসে দাঁড়ায়নি৷”
তিনি আরও লিখেছেন, “গানের শ্যুটে আমায় বিকিনি পরতে দেওয়া হয়৷ যদিও আমার বিকিনি পরতে কোনও আপত্তি নেই৷ তবে আমায় যে বিকিনি পরতে দেওয়া হয়েছিল সেটা পরে আমি মোটেই স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না৷ সেই কথাটা স্টাইলিস্ট গিয়ে বলতেই আমায় নিয়ে হাসাহাসি শুরু করল৷ প্রযোজক একের পর এক সেক্সিস্ট কমেন্ট করে যাচ্ছিল আর সেই স্টাইলিস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বিষয়টায় সায় দিচ্ছিল৷”
উল্লেখ্য, নানা পাটেকার তনুশ্রী দত্তের শ্লীলতাহানির চেষ্টা করেছেন৷এই অভিযোগ নিয়ে সপ্তাহখানেক ধরে লড়াই করে যাচ্ছেন তনুশ্রী৷ ২০০৮ সালে শুরু হওয়া সেই সমস্যার সমাধান আজও হয়নি৷ #MeToo ক্যাম্পেনের প্রশ্ন করায় তনুশ্রী আবারও ১০ বছর আগের ঘটনাকে মনে করিয়ে দিলেন সকলকে৷ একদল নানা পাটেকারকে সমর্থন করে বলছেন, “প্রমাণ ছাড়া কারও উপর এই ধরণের অভিযোগ আনা উচিত নয়৷” অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুর, রেনুকা সাহানে, ফারহান আখতার পাশে এসে দাঁড়িয়েছেন তনুশ্রীর৷
বিডি প্রতিদিন/হিমেল