বলিউডের প্রবীণ অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলার পর এবার বিপাকে পড়েছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। একই সঙ্গে দু'জনের মধ্যকার অভিযোগ পাল্টা অভিযোগের দ্বন্ধে নতুন পক্ষও যোগ হলো।
‘মি টু’ আন্দোলনের ডাকে সাড়া দিয়ে নানা পাটেকরের বিরুদ্ধে সম্প্রতি যৌন হেনস্তার অভিযোগ তুললেও ঘটনাটি ছিল ২০০৮ সালের। এত দেরির বিষয়ে অভিযোগের সময় তনুশ্রীর ব্যাখ্যা ছিল এমন- ২০০৮ সালে এই ঘটনার পর অভিযোগ করতে চাইলেও মহারাষ্ট্র নবনির্মাণ পার্টির কর্মীদের কারণে ভয়ে সেটা পারেননি। তার দিাব নানা পাটেকর ওই পার্টির রাজনীতি করেন।
এতে বেজায় ক্ষেপেছেন পার্টির প্রেসিডেন্ট সুমান্ত দাশ। এমন অভিযোগ মিথ্যা দাবি করে গত বুধবার তনুশ্রীর বিরুদ্ধে ৫০০ কোটি রুপির মানহানির মামলা দায়ের করেছেন। একই সঙ্গে এটাও জানিয়ে দিয়েছেন অভিযোগ প্রমাণ করতে না পারলে ক্ষমাও চাইতে হবে তাকে।
বিডি-প্রতিদিন/০৬ অক্টোবর, ২০১৮/মাহবুব