জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ও নবাগত নায়ক রোকন অভিনীত ‘পবিত্র ভালোবাসা’ গতকাল শুক্রবার সারাদেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন এ কে সোহেল।
এই ছবিতে গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও ফেরদৌস। এছাড়াও ‘পবিত্র ভালোবাসা’ ছবিতে আরও অভিনয় করেছেন সুজন, রেবেকা, আফজাল শরীফ, ইলিয়াস কোবরাসহ অনেকে।
এদিকে, গতকাল শুক্রবার বড় পরিসরে মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তি পায়নি ‘বেঙ্গলি বিউটি’ ছবিটি। জাজ মাল্টিমিডিয়ার সহায়তায় গতকাল শুক্রবার ছবিটি দেশজুড়ে মুক্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও মুক্তি পেল না ছবিটি।
মুমতাহিনা টয়া ও প্রবাসী অভিনেতা রাহশান নূরের ‘বেঙ্গলি বিউটি’ গত ২০ জুলাই মাত্র একটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। ছবিটির পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ এবং পরিচালক-অভিনেতা-প্রযোজক রাহশান নূর।
টয়া-রাহশান ছাড়াও ‘বেঙ্গলি বিউটি’তে অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, সারা আলম, আশফাক রেজওয়ান, নেইলি আজাদ প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন রাফি তামজিদ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর