যৌন হেনস্থার জন্য এবার নানা পাটেকরের বিরুদ্ধে শনিবার মুম্বাইয়ের আন্ধেরির ওশিয়ারা থানায় অভিযোগ করেছেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। এতে তিনি বলেছেন, ২০০৮ সালে 'হর্ন ওকে প্লিজ' ছবির শ্যুটিংয়ের সময় তাকে হেনস্থা করেছেন নানা। ছবিটির কোরিওগ্রাফার গনেশ আচারিয়ার বিরুদ্ধেও থানায় অভিযোগ এনেছেন তনুশ্রী। মুম্বাইয়ের (পশ্চিম) এসিপি মনোজ কুমার শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন।
তনুশ্রীর ঘটনায় বিভক্ত হয়ে গেছে বলিউড। সালমান-আমির-অমিতাভের মতো প্রভাবশালী অভিনয়শিল্পীরা এ নিয়ে কথাই বলতে চাইছেন না। তবে অনেকে পক্ষ নিয়েছেন তনুশ্রীর। এ ঘটনায় তাকে অভিযোগ প্রত্যাহার ও ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছেন নানা পাটেকর।
এরমধ্যেই সামনে এল 'হর্ন ওকে প্লিজ' ছবির শ্যুটিংয়ের একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, সেটে তনুশ্রী নাচের অনুশীলন করছেন। নায়িকাকে নাচ দেখিয়ে দিচ্ছেন গণেশ আচারিয়া। কিন্তু তার মধ্যেই বাধা দিতে দেখা যায় নানা পাটেকরকে। স্পষ্টই বোঝা যায়, নানার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে নায়িকার সমস্যা হচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা