'মাতাল' ছবির মাধ্যমে প্রথমবারের মতো বাণিজ্যিক ধারার ছবিতে গান গাইলেন এ প্রজন্মের গায়ক খন্দকার বাপ্পী। শাহীন সুমন পরিচালিত এ ছবির 'বলতে এলাম' শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। তার সঙ্গে গেয়েছেন তিন্নি। গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীতে ছিলেন সারোয়ার। ছবিতে গানটির দৃশ্যায়নে অংশ নিয়েছেন অভিনেতা শিপন মিত্র ও নবাগত অরিন।
'বলতে এলাম' শিরোনামের গানটি খন্দকার বাপ্পির বাণিজ্যিক ধারার ছবিতে প্রথম গান হলেও এর আগে ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা সুমন ধরের পরিচালনায় ফরিদুর রেজা সাগরের 'অমি ও আইসক্রিম ওয়ালা'তে অভিনয়ের পাশাপাশি সূচনা সংগীতে গান গেয়েছিলেন খন্দকার বাপ্পী।
এ প্রসঙ্গে বাপ্পি বলেন, প্রতিটি শিল্পীর স্বপ্ন থাকে চলচ্চিত্রে গান গাইবার। ইতিমধ্য অামার এ সুযোগ হলেও মূল ধারার চলচ্চিত্রে গান গেয়ে অনেক ভাল লাগছে। এই পথ চলা যেন দীর্ঘ হয় তার জন্য সবার কাছে দোয়া চাইছি।
বিডি প্রতিদিন/ফারজানা