Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১২ অক্টোবর, ২০১৮ ০০:৪৫
আপডেট : ১২ অক্টোবর, ২০১৮ ০০:৪৬

'‌মি টু' নিয়ে তোলপাড় বলিউড, মুখ খুললেন অমিতাভ

অনলাইন ডেস্ক

'‌মি টু' নিয়ে তোলপাড় বলিউড, মুখ খুললেন অমিতাভ
ফাইল ছবি

সম্প্রতি যৌন হেনস্থা নিয়ে অভিনেতা ও প্রযোজক-পরিচালকের বিরুদ্ধে সরব হয়েছে বলিউডের নায়িকারা। বলিউড যখন 'মি টু' নিয়ে তোলপাড় হচ্ছে তখন একটি কথাও বলেননি বলিউড শাহেনশা। বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন তিনি। আর সেদিনই 'মি টু' নিয়ে এই প্রথম প্রকাশ্যে মুখ খুললেন বিগ বি। 

তিনি বলেছেন, কোন নারীর সঙ্গেই যৌন হেনস্থা ঘটনা অভিপ্রেত নয়। বিশেষ করে কর্মক্ষেত্রে। এই ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে তাকে সংশ্লীষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত। কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে আইনি পথে পদক্ষেপ করা উচিত। 

কর্মক্ষেত্রে যৌন হেনস্থার শিকার হলে কী করা উচিত তা স্কুল কলেজ থেকেই মেয়েদের শেখানো উচিত বলে এদিন জানিয়েছেন অমিতাভ। তার মতে, সমাজে নারী এবং শিশুদের দুর্বল সত্ত্বার সুযোগ নেওয়া হয়। সমাজের এই দুটি শ্রেণির প্রতি বিশেষ যত্ন নেওয়া জরুরি বলে মনে করেন তিনি। 
 
৭৬তম জন্মদিনের একটি সাক্ষাতকারে নারীদের নিরাপত্তা নিয়ে বিশেষ নজর দেওয়ার কথা বলেছেন তিনি। এদিন অমিতাভের নতুন ছবি 'সাই রা নরসিংহ রেড্ডি' ফার্স্ট লুক প্রকাশিত হয়। চিরঞ্জিবীর ছেলে রাম চরণের পরিচালনায় তৈরি হচ্ছে ছবিটি। ‌ ‌ 


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর


আপনার মন্তব্য