‘ভাঙা তরী ছেঁড়া পাল’-খ্যাত জনপ্রিয় সংগীত শিল্পী কিশোর পলাশ মানেই মাটির সুর, হৃদয়ের অব্যক্ত কথার মালা। নতুন গান আর শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। তবে এবার শারদীয় দুর্গোৎসবে নতুন গানের ভিডিও নিয়ে হাজির হচ্ছেন কিশোর পলাশ।
‘সাদা মনের মানুষ’ শিরোনামের এ গানটি লিখেছেন এ মিজান এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আহম্মেদ হুমায়ূন।
গানটি প্রকাশ করছে দেশের শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। গত ঈদে বাংলাভিশনের ঈদ আয়োজনে প্রচারিত আলোচিত নাটক ‘উগান্ডা মাসুদ’ এর টাইটেল গান ছিল। দয়াল সাহা ও জাকারিয়া সৌখিন-এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, শবনম ফারিয়া প্রমুখ। ভিডিওটিতেও এই জুটিকে খুঁজে পাবেন দর্শকরা।
ঈদের বিশেষ এই নাটকটি প্রচারের পর থেকেই গানটি সংগীত প্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। কিশোর পলাশ জানান, ‘গানটি শুনে বহু দর্শক আমাকে সাধুবাদ জানিয়েছেন। এমনকি গানটিকে নতুনভাবে ইউটিউবে প্রকাশের জন্য অনেকেই অনুরোধ জানিয়েছেন। মূলত, সেই সুবাদে শ্রোতা-ভক্তদের প্রতি শ্রদ্ধা রেখে জি সিরিজ-এর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের উদ্যোগ গ্রহণ করি।'
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন