কয়েক মাস গুঞ্জনের পর বিয়ের বিষয়টি স্বীকার করে নিয়েছেন পপতারকা জাস্টিন বিবার। ইনস্টাগ্রামে হেইলি বল্ডউইনের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'আমার স্ত্রী অসাধারণ।'
এদিকে শনিবার সামাজিক গণমাধ্যমে নিজের নাম পরিবর্তন করেছেন হেইলি বল্ডউইন। নতুন নাম রেখেছেন হেইলি বিবার।
গত সেপ্টেম্বর মাসে হেইলি-বিবার নিউ ইয়র্ক কোর্ট হাউজে বিয়ে করেছেন এমন খবর ছাপে বেশ কয়েকটি মিডিয়া। তখন তারা বিষয়টি অস্বীকার করেছিলেন।
বিয়ের খবর প্রকাশ্যে আশার পর হেইলি টুইট করেছিলেন, 'আমি জানি এসব গুঞ্জন কোথা থেকে আসছে। কিন্তু আমি এখনো বিয়ে করিনি।' তবে সেই টুইট এখন মুছে ফেলেছেন ২১ বছরের হেইলি। সূত্র: ইউএসএ টুডে
বিডি প্রতিদিন/ফারজানা