Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৯ নভেম্বর, ২০১৮ ০৯:৪৪
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৮ ০৯:৪৫

সাইফ-কারিনার বিয়ের দিন কী করছিলেন অমৃতা?

অনলাইন ডেস্ক

সাইফ-কারিনার বিয়ের দিন কী করছিলেন অমৃতা?

‘কফি উইথ করন’-এ এসে মেয়ে সারা আলি খানের সামনেই কারিনার সঙ্গে তার রসায়নের কথা খোলাখুলি বললেন সাইফ আলি খান। সারাও বললেন কীভাবে কারিনা ও সাইফ আলির সঙ্গে সম্পর্কে সমতা বজায় রাখেন তিনি। এছাড়াও মা অমৃতা সিংহের ব্যাপারে বেশ কিছু কথা অকপটে বললেন সারা।

কারিনা ও সাইফের বিয়েতে নিমন্ত্রিতদের মধ্যে অন্যতম ছিলেন সারা। বিয়ের সময়ে বাবার সঙ্গে সঙ্গেই ছিলেন তিনি। সাইফিনার বিয়েতে সারার উপস্থিতিতে অমৃতার প্রতিক্রিয়া কেমন, তা নিয়ে যথেষ্ট আলোচনাও হয়েছিল সে সময়। কিন্তু সত্যিটা সারা নিজেই প্রকাশ্যে আনলেন ‘কফি উইথ করন’-এর সিজন সিক্সে।

সারা জানান, সাইফ কারিনার বিয়ের দিন অমৃতাই তাকে সাজিয়ে দিয়েছিলেন। সেই বিশেষ মুহূর্তে সারাকে বাবার সঙ্গে থাকতেও বলেছিলেন অমৃতা সিংহ। এসব শুনে করন জোহর বলেন, ‘‘সুন্দর ও সম্ভ্রান্ত আধুনিক পরিবার।’’

এখানেই শেষ নয়। কারিনার সঙ্গে বিয়ের দিনই অমৃতাকে একটি চিঠি পাঠিয়েছিলেন সাইফ। করন জোহরের শো-তেই সেই কথা সামনে আনেন ছোটে নবাব। কারিনার সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন কীভাবে, তা-ই ছিল সেই চিঠির বিষয়। সঙ্গে অমৃতাকে তার জীবনের জন্য শুভেচ্ছা বার্তাও দিয়েছিলেন সাইফ আলি খান।

বিডি প্রতিদিন/কালাম


আপনার মন্তব্য