দীর্ঘ অপেক্ষার পর আগামী ৩০ নভেম্বর বড় পর্দায় আসছে 'দহন'। আর মুক্তিকে সামনে রেখে আজ বৃহস্পতিবার রাতে প্রকাশ করা হয়েছে ছবিটির অফিসিয়াল ট্রেইলার। এর আগে সিনেমার ফাস্র্ট লুক প্রমো ও গান প্রকাশ করা হয়।
রাজনৈতিক থ্রিলার ও একটি সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
রায়হান রাফি পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন সিয়াম ও পূজা চেরি। এছাড়াও এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, মনিরা মিঠু, রাজ রীপা প্রমুখ। এর চিত্রনাট্য রচনা করেছেন দেলোয়ার হোসেন দিল।
বিডি প্রতিদিন/২২ নভেম্বর ২০১৮/আরাফাত