বলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রীদের মধ্যে দিশা পাটানি একজন। সিনেমা জগতে তো বটেই, ফ্যাশন জগতেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। বিভিন্ন সাহসি পোশাক এবং তার বোল্ড লুক প্রায়ই ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। চোখ ধাঁধানো তার একের পর এক ছবি রীতিমত উষ্ণতার পারদ ছড়ায় নেটদুনিয়ায়।
সম্প্রতি তার ট্যুইটার অ্যাকাউন্টে ঝড় উঠেছে৷ অন্তর্বাস পরে নায়িকা দাঁড়িয়ে রয়েছেন আয়নার সামনে। কালো অন্তর্বাস, দিশার শরীরি উষ্ণতায় সবার ঘুম উড়েছে৷ যে কোম্পানির অন্তর্বাস পরে রয়েছেন সেই কোম্পানির একটি নতুন কালেকশন লঞ্চে শপিং মলে যাবেন তিনি। সেই কথাই ক্যাপশনে লিখতে শুরু হয়েছে ট্রোলিংয়ের ঝড়। দিশার এই ধরণের সাহসী পোশাক পরার জন্য তাকে প্রায়ই নানা কটাক্ষের সম্মুখীন হতে হয়।
আবারও একই ট্রোলিংয়ের তোপে দিশা। কমেন্ট সেকশনে তাকে প্রশ্ন করা হয়েছে ছবিতে যে পোশাক পরে আছেন সেই পোশাক পরেই শপিং মলে আসবেন কিনা। অনেকে ঠাট্টা করে লিখেছেন, ‘শীত পড়ছে, গায়ে কিছু চাপাও।’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত