লোকগীতি ও ধর্মীয় ঘরানার দুটি গান নিয়ে হাজির হয়েছেন কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। সম্প্রতি তার লেখা ও সুর করা নতুন দুটি গান ইউটিউবের ‘খালিদ সংগীত’ চ্যানেলে মুক্তি পেয়েছে।
‘বর্ষা এলো আজ দুয়ারে’ শিরোনামের লোকগীতি ঘরানার গানটি গেয়েছে এ প্রজন্মের দুই শিল্পী নন্দিতা দাশ এবং রাজীব। অন্যদিকে ‘একদিন তো হবে কেয়ামত’ শিরোনামের ধর্মীয় গানটিতে কেয়ামতের দিনে শেষ বিচারের অবস্থা বর্ণনা করা হয়েছে। একক কণ্ঠের এই গানটি গেয়েছেন নন্দিতা।
গান দুটি একই সঙ্গে মাহবুবুল এ খালিদের নিজস্ব ওয়েবসাইট www.khalidsangeet.com-এ প্রকাশ করা হয়েছে।
‘একদিন তো হবে কেয়ামত’
‘বর্ষা এলো আজ দুয়ারে’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন