জনসমক্ষে দীপিকা পাডুকোনের প্রতি রণবীর সিংয়ের প্রকাশিত ভালোবাসা নেট জগতের সকলের মন জিতে নিয়েছে! গত রাতে দ্য গ্রান্ড হায়াত হোটেলে অনুষ্ঠিত পার্টির মধ্যমণি যে এই নববিবাহিত দম্পতি, তা বলাই বাহুল্য।
পার্টির ছবি ও ভিডিও রবিবার সকলেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এগুলোর মধ্যে থেকে একটি নির্দিষ্ট ভিডিও নেটিজেনদের সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছে, সেখানে স্টেজে দীপিকাকে স্বাগত জানানোর উদ্দেশ্যে রণবীরকে তার স্বভাব সুলভভঙিতে বলতে শোনা যাচ্ছে, আমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করেছি। আজ আমরা এখানে আমাদের মহাকাব্যীয় ভবিষ্যৎ জীবন উদযাপন করবো। সঙ্গে সঙ্গে অতিথিরা সকলেই উল্লাসে ফেটে পড়েন।
বিডি প্রতিদিন/২৬ নভেম্বর ২০১৮/আরাফাত