ক্যানসারে আক্রান্ত ইরফান খান। ভারতের বাইরে তাঁর চিকিৎসা চলছে। কিন্তু এর মধ্যেই নাকি মাত্র দু’দিনের জন্য মুম্বাইতে গিয়েছিলেন এই অভিনেতা! শোনা যাচ্ছে, একেবারে ব্যক্তিগত কাজ নিয়ে নাকি ভারতে গিয়েছিলেন ইরফান।
আগামী ডিসেম্বরের শুরুতে ‘হিন্দি মিডিয়াম’ ছবির সিক্যুয়েলের শুটিং। তার শুটিংয়েও ফিরতে পারেন ইরফান। আগের থেকে এখন তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। সে কারণেই শুটিংয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
২০১৭ সালের ১৯ মে মুক্তি পেয়েছিল ‘হিন্দি মিডিয়াম’। সে ছবির সাফল্যের পর সিক্যুয়েল তৈরির সিদ্ধান্ত নেন নির্মাতারা। প্রথমটিতে অভিনয় করেছিলেন ইরফান এবং পাক অভিনেত্রী সাবা কামার। সিক্যুয়েলেও ইরফানকেই কাস্ট করার কথা ভাবা হয়। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে প্রথমে ছবিটি ইরফান করবেন কিনা, তা ঠিক ছিল না। সূত্রের খবর, লন্ডনে গিয়ে নির্মাতারা ইরফানকে চিত্রনাট্য পড়ান। তার পর তিনি শুটিং করতে রাজি হন।
ক্যানসারে আক্রান্ত হওয়ার পর ইরফান অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কারওয়া’। ফের তিনি শুটিং ফ্লোরে ফিরছেন। ফলে অপেক্ষার পারদ চড়ছে সিনে মহলে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ