থাইল্যান্ডে চিত্রায়িত নাটক 'কেমন আছে ফারিয়া' আগামীকাল শুক্রবার রাত ৮টায় প্রচারিত হবে। দয়াল সাহা’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, অপর্ণা ঘোষ, ফারহাদ বাবু, মাহবুব শাহীন। প্রযোজনা করেছে কনসেপ্ট মাল্টিমিডিয়া।
গল্পে দেখা যায় এক সময়ের বেশ নামী চলচ্চিত্র নায়িকা ফারিয়াকে অনেক বছর খুঁজে পাওয়া যায় না। না তার কর্ম-জীবনে, না ব্যক্তিগতভাবে। তার অবস্থান কেউ-ই জানে না। এত বড় একজন চিত্রনায়িকা হঠাৎ করে উধাও। কেউ তার খোঁজ ও দিতে পারে না। তপু নামের এক বিনোদন সাংবাদিক হঠাৎ তাকে আবিষ্কার করে থাইল্যান্ডের পাতায়ায়। তপু জানতে চায় কেন ফারিয়ার এই আত্মগোপন? কোন উত্তর মেলে না ফারিয়ার কাছ থেকে। এভাইে গল্পের ধারাবাহিকতা চলতে থাকে 'কেমন আছে ফারিয়া' নাটকের।
বিডি প্রতিদিন/ফারজানা