বৈশাখী টেলিভিশনের নতুন মিউজিক্যাল শো ‘মিউজিক ট্রেন’ প্রতি শুক্রবার রাত সাড়ে ৯ টায় প্রচার হচ্ছে। জনপ্রিয় মিউজিক ভিডিও থেকে নির্বাচিত বেশ কয়েকটি মিউজিক ভিডিও নিয়েই মিউজিক ট্রেন। সেই সাথে থাকছে জনপ্রিয়তার ভিত্তিতে টপচার্ট।
প্রচারিত মিউজিক ভিডিওগুলো থেকে থাকছে দর্শকদের জন্য মজার মজার কুইজ। উত্তরদাতাদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার। তাসনুভা মোহনার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহ্ আলম। আজ প্রচার হবে তৃতীয় পর্ব।
এ পর্বে প্রচার হবে এলিটা করিম ও ডি রকস্টার শুভর গান, কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভমিতা ও দূরবিন ব্যান্ড প্রধান শহীদের নতুন গান ‘পত্র মিতা’।
সেই সঙ্গে থাকছে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি শিল্পী সায়েরা রেজার কণ্ঠে আসাম যাবো শিরোনামের চমৎকার একটি মিউজিক ভিডিও।
বিডি প্রতিদিন/ফারজানা