বিনোদনে নতুনমাত্রা যোগ করতে বৈশাখী টিভির সাপ্তাহিক আয়োজন গেম শো ‘লেডি উইনার’ প্রচারিত হবে ১ মার্চ রাত ৮টা ৩০ মিনিটে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়েই মূলত এ অনুষ্ঠান।
এ পর্বে অংশ নিয়েছেন গণবিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী। এরা হলেন মুন, সিতু, তন্দ্রা, মুন্নি, দোলন, বৃষ্টি ।
গেম, কুইজ, নাচ, গান, অভিনয়, ছবি দেখে প্রশ্নের উওর বলাসহ সাজানো থাকে নানা বিভাগ। তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়ে সেরা লেডি উইনার নির্বাচিত করা হয়।
মেহেজাবিন রিনতির উপস্থাপনায় কুইজ এবং নানা রকম খেলাধুলা ছাড়াও দেখানো হবে তাদের নানা ক্রিয়েটিভ কাজ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আলমগীর রাসেল, শারমিন দীপ্তি ও শাহ্ আলম।
বিডি প্রতিদিন/ফারজানা