ভারত-পাকিস্তানের সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্ত। সেই উত্তেজনার রেশ চলচ্চিত্র অঙ্গনেও এসে পড়েছে। ফলে উভয় দেশই একে অপরের সিনেমা ও অভিনেতাদের বর্জন করেছে। তবে এবার সেই সীমাও ছাড়িয়ে গেছে।
সামাজিক মাধ্যমে হঠাৎ করেই কিছু নগ্ন ছবি ভাইরাল হয়েছে। ছবিগুলো পাকিস্তানি অভিনেতা আলী ফজলের বলে জানা গেছে। এই অভিনেতা হলিউড ও বলিউড দুই জায়গাতেই অভিনয় করেছেন। ছবির সত্যতা স্বীকার করে ভিডিও বার্তা দিয়েছেন আলী ফজল। তবে কে বা কারা করেছেন তা তিনি জানেন না।
বিষয়টি নিয়ে ইনস্তাগ্রামে একটি ভিডিও ছেড়েছেন আলী ফজল। সেখানে তিনি স্বীকার করেছেন যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো তার। তবে এই ছবি যারা ছড়িয়েছেন তাদেরকে নোংরা উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন আলী ফজল।
ভিডিও বার্তায় তিনি বলেন, ‘হ্যাঁ, এটা আমিই ছিলাম। ছবিতে আমিই ছিলাম। আমি এর থেকে বেশি আর কাউকে কিছু বলতে চাই না। আমি জানি না কীভাবে এগুলো ছড়িয়ে পড়ল।’
৩২ বছর বয়সী এই অভিনেতা আরও বলেন, ‘যখন সময় আসবে আমি সমস্ত বিষয়টা খুলে বলব।’
তার এই বক্তব্য শোনার পর ধারণা করা যায়, ‘বিষয়টি নিয়ে আপাতত মুখ খুলতে না চাইলেও ছবিগুলো কীভাবে ভাইরাল হয়েছে সেই বিষয়টি তার জানা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম