ন্যান্সিকন্যা মার্জিয়া বুশরা রোদেলার ‘প্রজাপ্রতি প্রজাপতি’ গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার রাতে রোদেলার নিজের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয় গানটি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘প্রজাপতি প্রজাপতি’ শীর্ষক গানটি নতুন সংগীতায়োজনে গেয়েছে সে। এর সংগীতায়োজন করেছেন মীর মাসুম।
গত ২৩ ফেব্রুয়ারি গানটি রেকডিং করে রোদেলা। এ সময় উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। তিনি নিজেও এ গানে হামিং দেন।
এ বিষয়ে ন্যান্সি বলেন, রোদেলার গানের প্রতি টান একেবারে ছোটবেলা থেকে। এবার প্রথম গানে কণ্ঠ দিলো সে। আমি মা হিসেবে বেশ গর্ববোধ করছি। আর গানটি কেমন হয়েছে সেটা শ্রোতারা শুনলেই বুঝতে পারবেন। এটা যেহুতু ওর প্রথম গান সবাই উৎসাহ দিলে আমার বিশ্বাস সামনে ভালো করবে রোদেলা।
ভিডিও দেখতে ক্লিক করুন
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন