সুহাসিনী অর্চিতা স্পর্শিয়া। দেশের একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। মাঝে কিছু দিন বিরতি দিয়ে আবারও কাজে ফিরেছেন।
বর্তমানে ব্যস্ত ওয়েব সিরিজ আর চলচ্চিত্রে অভিনয় নিয়ে। ইতিমধ্যে চারটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। এখন শুটিং করছেন নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ ছবি নিয়ে।
তবে সুখবর হচ্ছে যে, দীর্ঘ দুই বছর পর নিয়ামুল মুক্তার চলচ্চিত্র ‘কাঠবিড়ালী’ হয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন। চঞ্চল, চটপটে ও খুনসুঁটির ডালি নিয়ে তিনি নতুন চমক দিতেই দর্শকের সামনে আসছেন বলে জানালেন।
ছবিটি প্রসঙ্গে স্পর্শিয়া জানান, ‘যুদ্ধের দুই বছর হলো...আমাদের পাগলামি.. আমাদের দেখা স্বপ্ন, এই বছর আপনারাও দেখতে পাবেন।’
এই ছবিটির ব্যাপারে অনেকেই ইতমধ্যে জেনেছে। মজার বিষয় হচ্ছে, ছবিটির বদৌলতে কেউ কেউ তাকে কাঠবিড়ালী বলেও ডাকে। স্পর্শিয়া এই বিষয়ে বলেন, ‘এটা আসলেই রহস্যময়! কে এই নামে ডাকে সেটা বলা যাবে না (ফিক করে হেসে)।
তবে মুক্তার ‘কাঠবিড়ালী’ ছবিটি করার পর থেকেই এই নাম ধরে ডাকে। তার কাছে মনে হয়, আমি স্বভাবে অনেক চঞ্চল; ঠিক যেন কাঠবিড়ালীর মতো।’
উল্লেখ্য, এ বছরের যেকোন সময়ে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বলে জানা যায়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন