কি অবাক হচ্ছেন শিরোনাম দেখে! হয়তো ভাবতে পারেন আজ এই দেশ তো কাল ওই দেশ এটাই হয়তো রানার সুখের কারণ। কিন্তু সেই সুখটাকে আরোও একধাপ বাড়িয়ে দিতেই খুব শিগগিরই মুক্তি পাচ্ছে রানার নতুন সিঙ্গেল মিউজিক নাম্বার সুখের কারণ। গীতিকবি রবিউল ইসলাম জীবনের কথায় এবং ডিজে রাহাতের মিউজিক এ্যারেন্জমেন্টে গানটি স্বকণ্ঠে ধারণ করেছেন ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী এইচ এম রানা। গানটির প্রসঙ্গে জানতে চাইলে রানা বলেন, জীবন ভাই আমার অনেক পছন্দের একজন গীতিকবি, সেই সাথে ডিজে রাহাত ভাই হচ্ছেন আরোও একজন গুণী মিউজিক ডিরেক্টর। তাদের দুয়ের কম্বিনেশনে দারুণ কিছু হবে ভেবেই গানটি নিয়ে বসা। বর্তমানে ট্রেন্ডি মিউজিকে যেই 'জনার'টি সারাবিশ্বের সব শ্রোতার কাছে খুবই জনপ্রিয় তা হচ্ছে ইডিএম মিউজিক, আর এই ইডিএম স্টাইলেই তৈরি হলো সুখের কারণ গানটি।
গানটি প্রসঙ্গে রানা আরোও বলেন, আমি ইদানিং নিজে নিজেই কিছু একটা ডিরেকশনের চেষ্টা করে যাচ্ছি, সেই সাথে ইডিটিং কালার গ্রেডিংয়ের কাজগুলোও নিজে নিজে শেখার চেষ্টা করছি। আর তারই ধারাবাহিকতায় আমি দুবাই, ওমান, কুয়েত, ইরান ঘুরে ঘুরে অনেক আকর্ষণীয় ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি আমার ক্যামেরায় এই গানটির মিউজিক ভিডিওর জন্য। দর্শক শ্রোতার ভালোলাগার কথা চিন্তা করে পরীক্ষামূলকভাবে আমি এরই মধ্যে গানটির একটি ডেমু ভিডিও আজ আমার ফেইসবুকসহ ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি। গানটি শুনে অনেকেই আমাকে ফোনে ইনবক্সে প্রশংসাস্বরুপ শুভেচ্ছা জ্ঞাপন করছেন। দর্শক শ্রোতার আশানুরূপ ফিডব্যাকের উপর নির্ভর করেই গানটি নিয়ে বিগ বাজেটের আরোও একটি মিউজিক্যাল ফিল্মর পরিকল্পনা করছেন বলেও রানা জানান।
বিডি-প্রতিদিন/০২ মার্চ, ২০১৯/মাহবুব