বলিউডের ভাইজান খ্যাত সালমান খান বেশ মস্তিতে রয়েছেন। সপ্তাহের মধ্যেই কাজের চাপ কাটিয়েও ছোট কনসার্ট বা পার্টি আয়োজন করে নিচ্ছেন নিজের মতো করেই। সল্লু ভাইয়ের পার্টিতে হাজির ছিলেন ববি দেওল, রীতেশ দেশমুখ, বাদশা, অভিনেত্রী উর্বশী রাউতেলা, সুনীল শেঠিসহ বেশ কয়েকজন তারকা।
পার্টিতে নাচলেন সালমান। ৫৩-র নায়ক না ২৩ -র জোশ দেখলে বোঝা যায়। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভারতের চণ্ডীগড়ে এক ঘরোয়া অনুষ্ঠানে নেচেছেন তিনি।
জানা যায়, চণ্ডীগড়ে সেলিব্রিটি ক্রিকেট লিগের খেলায় ভাই সোহেল খানের সঙ্গে অংশ নিয়েছেন সালমান। সেখানে অন্যান্য তারকা বন্ধুদের সঙ্গে নাচ করেছেন তিনি।
সালমন খান এখন ‘ভারত’ এর শুটিংয়ে ব্যস্ত। তার সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ ও সুনীল গ্রোভার। সিনেমাটি চলতি বছর ঈদে মুক্তি পাবে।
ভিডিও দেখতে ক্লিক করুন
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন