এসএস মাল্টিমিডিয়া নামে ইউটিউবে চ্যানেল খুলেছেন ‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার ২০০৬ সালের বিজয়িনী মৌসুমী আক্তার সালমা।
চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করবেন তিনি। পাশাপাশি বিভিন্ন সময় গাওয়া তার আগের গানগুলোও পাওয়া যাবে এখানে। আ
গামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে চ্যানেলটির যাত্রা শুরু করবেন গায়িকা। চ্যানেলে প্রকাশের জন্য ছয়টি নতুন গানও তৈরি করেছেন এর মধ্যে। গানগুলো লিরিক্যাল ও অফিশিয়াল ভিডিও আকারে প্রকাশ করা হবে।
সালমা বলেন, 'এখন অনেক শিল্পীরই নিজ নামে ইউটিউবে চ্যানেল আছে। আমিও এর সঙ্গে যুক্ত হলাম। বলতে পারেন এটা সময়ের দাবি। ভক্তরা এই চ্যানেলে গেলেই আমার নতুন-পুরনো সব গান পেয়ে যাবেন। এটা নিশ্চয়ই সবাই উপভোগ করবেন। আমার নাম ‘এস’ দিয়ে। আমার স্বামী ও মেয়ের নামও ‘এস’ (সাগর ও স্নেহা) দিয়ে শুরু। তাই এমন নামকরণ। ভবিষ্যতে আমার আরও সন্তান হলে তাদের নামও ‘এস’ দিয়েই শুরু করব!'
বিডি প্রতিদিন/০৩ মার্চ ২০১৯/আরাফাত