সম্প্রতি মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত ছবি গাল্লি বয়, আর সেই ছবির একটি উক্তি টেনে বলিউড অভিনেতা বলেছেন, "অ্যাচিভমেন্টটা হল, এখন প্রেমিকা থেকে দীপিকা আমার স্ত্রী। দীপিকা পাড়ুকোনকে বউ বানিয়ে ফেলেছি, এটাই তো অ্যাচিভমেন্ট।"
সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দীপিকা ও রণবীর দম্পতি। আর সেখানেই অকপটে অভিনেতা এসব কথা বলেন।
প্রশ্ন করা হয় আপনি নাকি দীপিকাকে নিয়ে নিরাপত্তা হীনতায় ভুগছেন? জবাবে রণবীর সিং সাফ জানান, "আমি একেবারেই নিরাপত্তাহীনতায় ভুগছি না। আমি যেমন, তেমন ভাবেই ভীষণ ভাল আছি। জানি, ওকে (দীপিকা) আমি যতটা ভালবাসি অন্য কেউ সেটা পারবে না। কাজেই সব একদম ঠিক আছে।"
বলার অপেক্ষা রাখে না এদিন তিনি এও বোঝালেন কতটা আত্মবিশ্বাস তার। এমন কী দীপিকার প্রাক্তন রণবীর কাপুরকে নিয়েও একেবারেই চিন্তিত নন তিনি।
বিডি-প্রতিদিন/০৪ মার্চ, ২০১৯/মাহবুব