সম্প্রতি নিজের পছন্দের চরিত্র নিয়ে মুখ খুলেছেন অভিনেতা অনিল কাপুর। পছন্দের ক্রিকেটার শচীন টেণ্ডুলকারের বায়োপিকে অভিনয় করতে চান তিনি। টোটাল ধামাল ছবি মুক্তি পাওয়ার আগে গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন “শচীন টেণ্ডুলকারের বায়োপিকে অভিনয় করতে চাই… কারণ আমি ওঁর ফ্যান।”
তিনি আরও বলেন, "অভিনয় হল এমন একটা মাধ্যম যা দিয়ে দর্শকের সঙ্গে অভিনেতার যোগাযোগ স্থাপন করা সম্ভব।" পাশাপাশি তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন, যে তিনি ৩৫ বছরে যা যা স্ক্রিপ্ট তিনি পেয়েছেন তার সবটাই তাঁর মনের মতো হয়েছে এবং দর্শকের সঙ্গে তাঁর যোগাযোগ নিবিড় করেছে।
অনিল কাপুরের শেষ অভিনীত ছবি ‘টোটাল ধামাল’ মুক্তি পেয়েছে ২২ ফেব্রুয়ারী, মিশ্র প্রতিক্রিয়াও পেয়েছে ছবি। ইন্দ্র কুমারের পরিচালনায় অনীল কাপুরের পাশাপাশি ছবিতে দেখা মিলেছে অজয় দেবগণ, আরশাদ ওয়ারসি, রীতেশ দেশমুখ, বোমান ইরানির। তবে এখনই শচীনের বায়োপিকে এই বর্ষীয়ান অভিনেতাকে দেখা না গেলেও অভিনব বিন্দ্রার বায়োপিকে নিজের ছেলে হর্ষবর্ধনের সঙ্গে খুব শিগগিরই দেখা মিলবে তাঁর।
বিডি প্রতিদিন/হিমেল