ভারতের আসামে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন অক্ষয় কুমার। বানভাসি এই সব মানুষের সাহায্যার্থে দুই কোটি টাকা অনুদান দিয়েছেন বলিউড অভিনেতা।
এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে অক্ষয় কুমার বলেন, আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল তাকে ফোন করেছিলেন। শুধু তাই নয়, তার অনুদানের কথা প্রকাশ্যে আসার পর আরও অনেকে নাকি আসামের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন বলেও জানান তিনি।
এদিকে, মহারাষ্ট্রের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করেন আরেক বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ এবং তার স্ত্রী জেনেলিয়া ডিসুজা। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকা অনুদান দেন রিতেশ-জেনেলিয়া। চেক হাতে রিতেশ-জেনেলিয়ার ছবি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে তাদের ধন্যবাদ জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।
বিডি-প্রতিদিন/মাহবুব