বহুদিন ধরেই শাহরুখ খানের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার আগামী ছবির জন্য। কিন্তু তা নিয়ে নতুন কোনও ঈঙ্গিত পাওয়া না গেলেও, শাহরুখ খাকে এবার লেখকের ভূমিকায় খুব শীঘ্রই পাওয়া যাবে। শোনা যাচ্ছে, নেটফ্লিক্সের জন্য কনটেন্ট লেখকদের সারিতে নাম লিখিয়েছেন বলিউড বাদশা।
কয়েকদিন আগেই শাহরুখ খানকে ইমরান হাশমির আগামী ওয়েবসিরিজ বার্ড অফ ব্লাড'র প্রচারে দেখা গিয়েছিল। শাহরুখের রেড চিলিজ প্রোডাকশনসই এই ওয়েবসিরিজের প্রযোজনা করছে। সূত্রের খবর, নেটফ্লিক্সের হয়ে একটি রাজনৈতিক থ্রিলার ছবির গল্প লেখার দলে ঢুকে পড়েছেন বলিউড বাদশা।
শোনা যাচ্ছে, শাহরুখ যে সিরিজের কনটেন্ট লিখবেন, সেই সিরিজের প্রযোনাও করবে তার সংস্থা। সূত্রের খবর, ইতোমধ্যেই লেখকদের সঙ্গে বসে আলোচনা শুরু করেছেন তিনি। সেই দলে রয়েছেন জনপ্রিয় সব রাজনৈতিক লেখকও। বিশ্বের রাজনীতি নিয়ে সেখানে নিজস্ব মতামতও দিয়েছেন কিং খান।
শাহরুখের প্রযোজিত 'বার্ড অফ ব্লাড' আগামী ২৭ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে দেখানো শুরু হবে। এরপর বিক্রম-বেতাল সিরিজেরও সহ-প্রযোজনা করবেন শাহরুখ।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ