বলিউড তারকা মালাইকা-আরবাজের বিচ্ছেদের পরও 'অরোরা সিস্টার্স'-দের ছোট বোন অমৃতা অরোরার সঙ্গে সালমানের ভাইয়ের সম্পর্ক বেশ ভাল। আরবাজ এবং অমৃতা এখনও দু'জন দু'জনের ভাল বন্ধু। দু'জনকে মাঝে মধ্যেই একসঙ্গে দেখাও যায়। যা নিয়ে কম জল্পনা হয়নি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মালাইকার বোন অমৃতা অরোরা।
সম্প্রতি পিঙ্কভিলার এক সাক্ষাতকারে হাজির হন 'অরোরা সিস্টার্স'। মালাইকা এবং অমৃতা যখন একসঙ্গে হাজির হন, সেই সময় স্বভাবতই উঠে আসে আরবাজ খানের প্রসঙ্গ। মালাইকা-আরবাজের বিচ্ছেদের সময়, ভাল বন্ধু হয়েও অমৃতা কেন বাধা দেননি?
এ বিষয়ে প্রশ্ন করা হলে অমৃতা বলেন, তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন দু'জনকেই। সংসার টিকিয়ে রাখাও চেষ্টা করেন কিন্তু দু'জনেই স্বাবলম্বী। তাই বিচ্ছেদের বিষয়ে মালাইকা এবং আরবাজের সিদ্ধান্তই সবাইকে মেনে নিতে হয়। তার বোনের সঙ্গে সালমান খানের ভাইয়ের বিচ্ছেদ হয়ে গেলেও, আরবাজ তার ভাল বন্ধু। এমনকী আরবাজকে তার পরিবারে এখনও পর্যন্ত ছেলের মতো করেই ভালবাসা হয় বলেও জানান অমৃতা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ