ওয়াফা দুফো, ওসামা বিন লাদেনের ভাতিজি। বর্তমানে তিনি একটি নারীদের ব্যান্ডের মূল গায়ক। ১৩ বছর আগে স্পটলাইটে আসেন তিনি। সেসময় গায়ক ও কোচ জন লিজেন্ডের সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছিল ওয়াফার। তার মা সুইস নাগরিক। ওয়াফা নামের শেষে মায়ের নাম ব্যবহার করেন।
ওয়াফা দুফো তার চাচা ৯/১১ হামলার আদেশ দেয়ার কয়েক সপ্তাহ আগে নিউ ইয়র্ক ছাড়েন বলে মনে করা হয়। তার জন্ম যুক্তরাষ্ট্রে, তবে বেড়ে উঠা সৌদি আরবে। তিনি জানিয়েছেন, মাত্র ১ বার তার চাচা ওসামা বিন লাদেনের সঙ্গে তার দেখা হয়েছিল তার।
ইউরোপ আমেরিকার দেশগুলোতে তুমুল জনপ্রিয় ওয়াফা। ওয়াফা জানিয়েছেন, লাদেন পরিবারের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে তিনি একদমই বিরক্ত নন। তার মতে, যার যার কর্মফল সে ভোগ করবে। একজনের অপরাধের দায় অন্য কেউ নেবে না।
৪৪ বয়সী মডেল ওয়াফা দুফোরের বাবার নাম ইসলাম বিন লাদেন। তার স্ত্রী সুইজারল্যান্ডের লেখিকা কারমেন বিন লাদেন।
বিডি প্রতিদিন/ফারজানা