পিয়া জান্নাতুল। মডেলিং, অভিনয় ও উপস্থাপনা চালিয়ে যাচ্ছেন সমান তালে। মডেলিং ও উপস্থাপনা দিয়ে তো এরইমধ্যে আন্তর্জাতিক মঞ্চের নিজের মেধার স্বাক্ষর রেখেছেন এ লাস্যময়ী। এবার আইনজীবী হিসেবে অভিষেক হলো তার। এক প্রতিবন্দ্বী নারীর পক্ষ হয়ে আইনি লড়াইয়ে নামছেন তিনি। এ জন্য আদালতে আজ সোমবার মামলার ফাইলিং করেছেন পিয়া। তাইতো তিনি বললেন, এ যেন ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস।
আইন পেশায় নিজের ক্যারিয়ারে প্রথম মামলার ফাইলিং নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে পিয়া বলেন, যৌতুকের নির্যাতনের শিকার সেই নারীর নাম বানু আক্তার। এই একবিংশ শতাব্দীতে, যে মহিলা শারীরিক প্রতিবন্ধী হয়ে স্বামীর খোরাক জোগাতে হয় তাকেও যৌতুক এর শিকার হতে হয়। আর অন্য মেয়েদের কি অবস্থা ভাবতেও ভয় লাগে! আজকে তার স্বামীর বিরুদ্ধে "নারী ও শিশু নির্যাতনের দমন আইন" ১১ (গ) এ মামলা করলাম।
জানা গেছে, ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনারের বিচারক জয়শ্রী সমদ্দার বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা