বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে উসাইন বোল্টের রেকর্ড ভেঙে দিলেন মার্কিন অলিম্পিক স্প্রিন্টার অ্যালিসন ফেলিক্স। রবিবার নিজের ১২ তম স্বর্ণপদক জিতেন তিনি। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সবচেয়ে বেশি স্বর্ণপদক এখন তার।
২০১৭ সালে অবসরে যাওয়ার আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ১১টি সোনা জিতেছিলেন বোল্ট। পাঁচটি ইভেন্ট মিলিয়ে অ্যালিসন ফেলিক্সের স্বর্ণ পদকের সংখ্যা এখন ১২টি। এটি অ্যালিসনের জন্য অন্য দিক দিয়ে আরও একটি বড় অর্জন। মা হওয়ার পর ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এটি তার প্রথম মৌসুম।
৩৩ বছর বয়সী অ্যালিসন ফেলিক্স মা হওয়ার কারণে লম্বা বিরতি নেন। তিনি ট্র্যাকে ফেরেন গত জুনে। সোমবারই যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বরেকর্ড গড়ে ৪০০ মিটার মিক্সড রিলেতে সোনা জেতেন ফেলিক্স ও তার সতীর্থরা। তারা সময় নেন মাত্র ৩ মিনিট ০৯.৩৪ সেকেন্ড।
বিডি প্রতিদিন/ফারজানা