সময়ের প্রতিভাবান তরুণ কন্ঠ শিল্পী মেহতাজ এবার আধুনিক ইসলামিক গান নিয়ে একটি এ্যালবাম সাজিয়েছেন। এ্যালবামটির নাম "আল্লাহু সুবহান" এতে ৫ টি মৌলিক ইসলামিক গান রয়েছে। গান গুলো লিখেছেন কাউসার হামিদ সুন্নাহ, মাহমুদ ফয়সাল, কাজী শাহরিয়ার, নোমান আব্দুর রহিম ও মেহতাজ নিজে।
গানগুলো সুর করেছেন মেহতাজ ও মাহমুদ ফয়সাল । সংগীত আয়োজন করেন রাফি মোহাম্মদ । গান গুলোর মধ্যে ৫ টি ভিডিও সুটিং সম্প্রতি শেষ করেছেন বলে জানিয়েছেন নির্মাতা এইচ আল হাদি। ভিজুয়াল এ কাজ করেছেন প্রিন্স সজিব। অতি শিগরই নাশিদ লাউঞ্জ এর ব্যনারে এটি বাজারে আসবে বলেন জানান প্রযোজনা প্রতিষ্ঠান।
এ্যালবামটি প্রসঙ্গে মেহতাজ জানান তার জীবনের লক্ষ হলো বিশুদ্ধ ইসলামিক গানকে বিশ্ব দরবারে নতুন করে তুলে ধরা। তিনি আরো জানান, সম্প্রতি অনুরুপ আইচের লেখা ও শাহরিয়ার বাঁধন এর সুরে আরো একটি ইসলামিক গান করছেন, এ গানটিও তার ইসলামিক গানের ধারাকে আরো তরান্বিত করবে।
মেহতাজ এর শুরুটা ছিলো আধুনিক গানে দিয়ে । ২০১৬ সালে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে 'মেহতাজ' শিরোনামে মেহতাজ এর প্রথম এ্যালবাম প্রকাশ হয় ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ