প্রেমের ফাঁদ পাতা বলিউডে। কে কখন কার সঙ্গে সম্পর্কে জড়াবে তা কেউই বলতে পারে না। ইদানিং বিটাউনে এক নতুন প্রেমের গল্প শোনা যাচ্ছে। গুঞ্জন রয়েছে, ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল সম্পর্কে জড়িয়েছেন। খবর কলকাতা ২৪x৭।
বেশ কয়েক মাস আগেই দীর্ঘদিনের প্রেমিকা হরলিন শেঠির সঙ্গে বিচ্ছেদ হয় ভিকির। সম্পর্কে থাকাকালীন একাধিকবার হরলিন সম্পর্কে প্রকাশ্যে কথা বলেছেন ভিকি। আর তারপরেই ক্যাটরিনার সঙ্গে নাম জড়ানোয় জল্পনা তুঙ্গে। যদিও ক্যাটরিনা ও ভিকির কমন বন্ধুরা বলছেন দু’জনের মধ্যে কোনও সম্পর্ক নেই। ভিকি, ক্যাটরিনা দু’জনেই এখন সিঙ্গেল।
তবে বিগত কয়েকদিনে বেশ কয়েকটি ইভেন্টে দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে। তার জন্যই দু’জনকে নিয়ে গুঞ্জন বেড়েই চলেছে। অন্যদিকে ভক্তরা জল্পনা করছেন, দু’জনকে কি একসঙ্গে কোনও ছবিতে দেখা যাবে। কফি উইথ করণে গিয়ে ক্যাটরিনা বলেছিলেন তিনি ভিকি কৌশলের সঙ্গেই জুটি বাঁধতে চান। কানাঘুষো শোনাও যাচ্ছে, দুজনকে নাকি এক ছবিতে অভিনয় করতে দেখাও যাবে। তবে সেই খবরের সত্যতা কতটা তা জানা যায়নি।
বিডি-প্রতিদিন/শফিক