প্রেমের ফাঁদ পাতা বলিউডে। কে কখন কার সঙ্গে সম্পর্কে জড়াবে তা কেউই বলতে পারে না। ইদানিং বলিউডে এক নতুন প্রেমের গল্প তৈরি হচ্ছে। পর্দায় নয়, বাস্তবেই বিটাউনে কান পাতলে এক নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের সম্পর্ক নাকি বন্ধুত্ব থেকে একটু বেশিই এগোচ্ছে।
বেশ কয়েক মাস আগেই দীর্ঘদিনের প্রেমিকা হারলিন শেঠির সঙ্গে বিচ্ছেদ হয় ভিকির। সম্পর্কে থাকাকালীন একাধিকবার হারলিন সম্পর্কে প্রকাশ্যে কথা বলেছেন ভিকি। আর তারপরই ক্যাটরিনার সঙ্গে নাম জড়ানোয় জল্পনা তুঙ্গে। যদিও ক্যাটরিনা ও ভিকির বন্ধুরা বলছেন দু'জনের মধ্যে কোনও সম্পর্ক নেই।
কিন্তু বিগত কয়েকদিনে বেশ কয়েকটি পার্টিতে দু'জনকে একসঙ্গে দেখা গিয়েছে। তার জন্যই দু'জনকে নিয়ে গুঞ্জন বেড়েই চলেছে। অন্যদিকে ভক্তরা জল্পনা করছেন, দু'জনকে কি একসঙ্গে কোনও ছবিতে দেখা যাবে। কফি উইথ করণে গিয়ে ক্যাটরিনা বলেছিলেন তিনি ভিকি কৌশলের সঙ্গেই জুটি বাঁধতে চান। কানাঘুষো শোনাও যাচ্ছে, দু'জনকে নাকি এক ছবিতে অভিনয় করতে দেখাও যাবে। তবে সেই খবরের সত্যতা কতটা তা জানা যায়নি।
প্রসঙ্গত, এই মুহূর্তে ভিকি কৌশল সর্দার উধাম সিং ছবির কাজের জন্য অমৃতসরে রয়েছেন। এছাড়াও তখত, ভূত পার্ট ওয়ান ছবিও রয়েছে তার ঝুলিতে। অন্যদিকে ক্যাটরিনা এই মুহূর্তে রোহিত শেট্টির সূর্যবংশী ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ