ভারতকে ভালোবেসে নিজের মেয়ের নাম ইন্ডিয়া রেখেছেন হলিউড অভিনেতা ক্রিশ হেমসওয়ার্থ। ভারতে কাজ করতে এসে দেশটির প্রেমে পড়েই নিজের মেয়ের নাম ভারতের নামের সাথে মিল রেখে ইংরেজিতে রেখেছেন।
গত বছর নেটফ্লিক্স এর একটি প্রোজেক্ট “ঢাকা”-র শুট করতে তিনি ভারত গিয়েছিলেন। আহমেদাবাদ ও মুম্বাইয়ে শুটিং হয়েছিল সেটার।
আইএএনএস কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস জানান, শুট করতে না এলে ভালোভাবে জানতেই পারতেন না ভারতকে এবং সেখানে কাজের অভিজ্ঞতা সারাজীবন মনে রাখবেন তিনি।
একই সঙ্গে তিনি জানান, তার স্ত্রী এলসাও অনেকদিন ভারতে কাটিয়ে গেছেন। সেই সূত্র ধরেই তারা তাদের মেয়ের নাম রেখেছেন ইন্ডিয়া। মেয়ে ইন্ডিয়া রোজ ছাড়াও যমজ ছেলে সাশা, ত্রিস্তান্ত রয়েছে তাদের।
উল্লেখ্য, ক্রিস একজন অস্ট্রেলীয় অভিনেতা। তিনি থর চরিত্রে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স নির্ভর থর (২০১১), দ্য অ্যাভেঞ্জার্স (২০১২), থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড (২০১৩), এবং অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন (২০১৫) চলচ্চিত্রগুলোতে অভিনয় করে সর্বাধিক পরিচিতি লাভ করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম