প্রথম হওয়ার প্রতিযোগিতা থেকে তিনি নিজেকে বহু দিন আগেই সরিয়ে নিয়েছিলেন। তিনি ছবি করেন নিজের শর্তে। বলিউডে আজ অনেকটা পথ পেরিয়ে তিনি এসেছেন। এক ধরনের চরিত্রে নিজেকে আটকে রাখেননি, বরং নানা স্বাদের চরিত্রে মুগ্ধ করেছেন দর্শকদের।
সম্প্রতি একটি সাক্ষাত্কারে জন আব্রাহাম জানালেন তার চিত্রনাট্য বাছাইয়ের মাপকাঠি সম্পর্কে। জন জানান এই মুহূর্তে তিনি বেশি আগ্রহী ভিন্ন ধরনের চিত্রনাট্য নিয়ে ছবি করায়। আরও জানান, কবির সিং'র মতো দক্ষিণের কোনও ছবির হিন্দি রিমেক করায় তিনি একদমই আগ্রহী নন তিনি।
এই মুহূর্তে বেশ কিছু ছবির কাজে ব্যস্ত জন আব্রাহাম। ২০২০ সালের ২ অক্টোবর মুক্তি পাবে সত্যামেভে জায়েতে-২। এছাড়াও তাঁকে দেখা যাবে আনিস বাজমির 'পাগালপান্তি'তেও। এই ছবিতে জন ছাড়াও দেখা যাবে ইলিয়ানা ডি ক্রুজ, অনিল কাপুর, কৃতী খরবন্দা এবং আরশদ ওয়ারসিকে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ