অষ্টমীতে স্বামী নিখিল জৈনকে সঙ্গে নিয়ে অঞ্জলি দিলেন কলকাতার অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান। বিয়ের পর এটাই তার প্রথম পূজা। মন্ত্রী অরূপ বিশ্বাসের পাশে দাঁড়িয়ে ঢাকও বাজালেন এই নবদম্পতি। এ ব্যাপারে নুসরাত বলেন, আমি প্রতিবছর না খেয়ে অঞ্জলি দিই। এবার আমি চাইবো; মানুষ শান্তিতে জীবন কাটাক এটাই চাই। দেশের টালমাটাল পরিস্থিতি যেন শান্ত হয়ে যায়।
আজ রবিবার মেরুন রংয়ের ট্র্যাডিশনাল কাঞ্জিভরম পরে সেজেছিলেন নুসরাত। সঙ্গে হলুদ ব্লাউজ। মাথায় খোঁপা করে লাগিয়েছিলেন জুঁইয়ের মালা। নুসরাতের স্বামী নিখিল স্ত্রীর সঙ্গে মিল রেখে পরেছিলেন মেরুন রংয়ের পাঞ্জাবি। পূজায় এভাবে সেজেই নবদম্পতি সুরুচি সংঘের মণ্ডপে যান।
এই সুরুচিতেই অঞ্জলি দেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং সুরকার জিৎ গাঙ্গুলীও। অন্যদিকে, অভিনেএী প্রিয়াঙ্কা সরকারও এদিন অঞ্জলি দেন। ছেলে সহজকে সঙ্গে নিয়ে বাঘাযতীন তরুণ সংঘে অঞ্জলি দেন তিনি। লালপাড় সাদা শাড়িতে ট্র্যাডিশনাল লুকে ধরা দেন প্রিয়াঙ্কা। অঞ্জলি শেষে মা ও ছেলেকে সেলফিও তুলতে দেখা যায়। সূত্র : কলকাতা টাইমস।
বিডি-প্রতিদিন/শফিক