বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলার সঙ্গে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়কে নিয়ে গুঞ্জনের শেষ নেই। দু’জনকে মাঝেমধ্যেই দেখা যায় নানা জায়গায়। ফলে ডালপালা মেলে গুঞ্জন। সবশেষ গেল ২৩ সেপ্টেম্বর সৃজিতের জন্মদিনে মিথিলাকে কেক কাটতে দেখা গেছে। এবার সৃজিত মুখার্জির সঙ্গে কলকাতার পূজামণ্ডপে দেখা গেল মিথিলাকে।
এবারের পূজায় মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জি পরিচালিত ছবি 'গুমনামী'। ছবিটি দর্শক মনে বেশ সাড়া ফেলেছে। ফুরফুরে মেজাজে থাকা সৃজিতের সঙ্গে বন্ধুত্বের মাত্রা বেড়েই চলেছে। কলকাতার এই পরিচালকের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ের সময় অতিক্রম করাকে সহজভাবে নিতে পারছেন না এদেশের শোবিজকেন্দ্রিক ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
চলতি বছর পর্দায় এসেছিলেন ভারতীয় অভিনেতা সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা জুটি। অর্ণবের গাওয়া ‘কী হলে কী হতো’ গানের মডেল হয়েছিলেন তারা। এটাই ছিল যোগসূত্র। এরপর থেকে কাজ না করলেও বারবার খবরের শিরোনাম হয়েছেন তারা।
সৃজিত ইনস্টাগ্রামে নিজেই মিথিলা, প্রসেনজিৎ, নুসরাত ও তার স্বামী নিখিলের সঙ্গে পুজোর ছবি শেয়ার করেছেন। সৃজিতের ইনস্টাগ্রামে মিথিলাকে নিয়ে ছবি দুটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে অনলাইনে ভাইরাল হয়ে যায়। টলিউডের 'মোস্ট অ্যালিজেবল ব্যাচেলর' এই নির্মাতার ছবির নিচে ভক্তরা নানা মন্তব্য করতে শুরু করেন।
উল্লেখ্য, জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। অন্যদিকে স্ত্রী ছেড়ে যাওয়ার পর এখন ‘সিঙ্গেল’ তকমা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সৃজিত। তার প্রেমিকাদের তালিকায় উঠে আসে স্বস্তিকা, ঋতাভরী, রাজনন্দিনীদের নাম।
বিডি-প্রতিদিন/শফিক